কালীনারায়ণপুর সুহৃদ সংঘের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস পালন

Social

ধীমান ভট্টাচার্য্য, কালীনারায়ণপুরঃ গত ২৮ শে ডিসেম্বর নদীয়ার কালীনারায়ণপুরের সুহৃদ সংঘ ক্লাবের ৭৩তম প্রতিষ্ঠা দিবস ছিল। সেই উপলক্ষে চারদিন ব্যাপি উৎসব পালন করা হয়।

২৫শে ডিসেম্বর থেকে শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। প্রথম দিন ২৫ তারিখ ৪ দলীয় ক্রিকেট দিয়ে শুরু হয়। দ্বিতীয় দিন দুপুরে ৪দলীয় মহিলা ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, শান্তিপুর ন্যাশনাল ক্লাব কে হারিয়ে জয়ী হয় শান্তিপুর এস এস ক্লাব।

তারপর হয় ৮ দলীয় নৈশ ভলিবল টুর্নামেন্টে, যাতে নদীয়া, উত্তর চব্বিশ পরগণা, হুগলি ও বর্ধমানের দল অংশ গ্রহণ করে। শান্তিনগর রয়াল ক্লাবকে হারিয়ে জয়ী হয় শান্তিপুর ন্যাশনাল ক্লাব।

তৃতীয় দিন সকালে ৬ কিলোমিটার রোড রেস হয়, যাতে ৫ জেলার ২০০ ছেলে-মেয়ে অংশ গ্রহণ করে। দুপুরে অঙ্কল প্রতিযোগিতা, এরপর সন্ধ্যায  ব্যাডমিন্টনব প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার সুচনা করেন রানাঘাট উত্তর পশ্চিমের প্রাক্তন বিধায়ক পার্থ সারথি চ্যাটার্জি ।
তারপর মূলদিনে সকালে বরনাদ্ধ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই শোভাযাত্রার ক্লাবের সদস্যদের সাথে পায়ে পা মিলান রানাঘাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস কুমার ঘোষ মহাশয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন ভারতীয় দলের ফুটবলার সংগ্রাম মুখ্যার্জী। সঙ্গে উপস্থিত ছিলেন রানাঘাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস কুমার ঘোষ, কলকাতা রেনবো ক্লাবের সহকারী ফুটবল কোচ মান্না, বিশিষ্ট আইনজীবী দেবাশীষ চক্রবর্তী সহ ক্লাবের প্রাক্তন সভাপতি সম্পাদকরা। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র অভিনেতা বিশ্বনাথ বসু, সারেগামাপা খ্যাত সতিস গজনী সহ বহু সনামধন্য শিল্পী সংগীত পরিবেশন করেন। ক্লাব সম্পাদক শুভ্রকান্তি নাগ বলেন ” আমরা সারা বছর কিছু না কিছু ক্লাবের থেকে করে থাকি, এবার ক্লাবের জন্মদিন বড় করে পালন করলাম, আগামী তে আরো কিছু অনুষ্ঠানের পরিকল্পনা আছে আমাদের।”

Leave a Reply