ধন্যি মেয়ে ! কবিগুরুর জন্ম জয়ন্তীতে নখের উপরেই আঁকলেন কবিগুরুর অবয়ব 

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুরের নৃত্যশিল্পী দেবপ্রিয়া দালাল। ছোটো থেকেই মায়ের সাথে, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ। গত বছরেরও করোনা পরিস্থিতির জন্য জন্যভার্চুয়াল ভাবে রবীন্দ্র নৃত্যের আয়োজন করেছিলো। এ বছরেও বাইরে কোন অনুষ্ঠান হবে না বুঝেই একটু অন্যরকম ভাবনা!

প্রথমত কালোজিরে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পোট্রেট অংঙ্কন। এ ফোর সাইজের পৃষ্ঠায়, দীর্ঘদিন ধরে স্বাভাবিক থাকার গুণসম্পন্ন কালোজিরাকে বেছে নিয়েছে সে।
দ্বিতীয় টি হলো, ৫৮ টি এ ফোর সাইজের পৃষ্ঠাকে পরপর সাজিয়ে সবচেয়ে বড় রবীন্দ্রনাথের পোট্রেট তৈরি। দেবপ্রিয়ার কথায় টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে এ ধরনের কাজের অনুপ্রেরণা পেয়েছে সে, এরপর আজ শুভদিন হিসেবে, তা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছে মাত্র।
তৃতীয় কর্মকাণ্ডটি বড়ই অদ্ভুত! খুব স্বাভাবিকও, আধুনিক হালফ্যাশনে এ প্রজন্মের মেয়েরা অভিনবত্ব খোঁজে, সাবেকি রীতিনীতির। নখের উপর নানান শিল্পকর্ম তুলে ধরে। আর সেই শিল্পের ধারণা কে কাজে লাগিয়ে, গীতবিতান, রবীন্দ্র রচনাবলী, সহজপাঠ, সঞ্চয়িতা এ রকম নানা রকম শব্দাক্ষর এবং রবীন্দ্রনাথের সবচেয়ে ছোট ছবি তুলে ধরেছে তার আঙ্গুলের নখে।

এধরনের কর্মকাণ্ড দিয়ে বিভিন্ন রেকর্ডবুকে নাম লিপিবদ্ধ করানো যায় কিনা সে প্রসঙ্গে দেবপ্রিয়া জানায়, অতশত বুঝে কিছু করিনি, তবে তাঁর গানে কবিতায় লেখনী থেকে প্রতিনিয়ত সব রকম পরিস্থিতিতে অনুপ্রাণিত হয়েছি! তাঁর প্রতি কৃতজ্ঞতা বোধ থেকেই মনে হয়েছে কিছু করি।

Leave a Reply