নদীয়ার শান্তিপুরে ধ্বংসস্তূপে আগুন চাঞ্চল্য এলাকায়

Social

মলয় দে, নদীয়া :- হঠাৎই ধ্বংসস্তূপে আগুন লেগে আতঙ্কে গোটা এলাকা। ঘটনাটি নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার বড়বাজার প্রতিমা নিরঞ্জন ঘাটের পাশে। এলাকা সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে পাহাড় প্রমাণ জঞ্জালের ধ্বংসস্তূপে। আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় গোটা এলাকায় কালো ধোঁয়ায় ভরে যায়।

এক সমাজসেবী প্রদ্যুৎ মহলদার ঘটনাস্থলের পরিস্থিতি দেখে ফোন করে দমকল বাহিনীকে দমকল বাহিনী এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনীর এক কর্মী জানান, এই একই জায়গাতেই এর আগেও একাধিকবার এই ধ্বংসস্তূপে আগুন লাগে আমরা এসে নেভানোর চেষ্টা করি। কিন্তু শান্তিপুর পৌরসভার উচিত গোটা শান্তিপুর শহরের বর্জিত আবর্জনা এক জায়গায় ফেলার ব্যবস্থা করা। শান্তিপুরের বেশ কয়েকটি জায়গায় এই জঞ্জালের ধ্বংসস্তূপ পড়ে থাকায় একের পর এক ঘটনা ঘটেই চলেছে ছোট-বড়-মাঝারি দুর্ঘটনা । অবিলম্বে পৌরসভা এর সঠিক ব্যবস্থা না নিলে ছোট থেকে বড় ধরণের ঘটনা ঘটতে সময় নেবে না। পাশাপাশি স্থানীয় লোকজনের মুখেও একই অভিযোগ, পৌরসভার গাফিলতির কারণেই বারংবার এই ধরণের ঘটনা ঘটছে।

Leave a Reply