মলয় দে নদীয়া:- নদীয়ার চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষের সূচনা হল আজ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা নিয়তি মৈত্র।
প্রদীপ প্রজ্জ্বলনের পর বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের নিয়ে চাকদহ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কন্যাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে সচেতনতার বার্তা দেন পড়ুয়ারা এবং শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা মৌলিক জানান এই বছর বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ৭৫ তম বর্ষ পালন করবেন। ৭৫ তম বর্ষের শুভারম্ভে উপস্থিত ছিলেন চাকদহের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও আরো বিশিষ্ট অতিথিবর্গরা।