মলয় দে, নদীয়া :- করোনার আরেক ধরনের ভাইরাস মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব প্রান্তে প্রভাব বিস্তার করছে ক্রমশ। যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আন্তর্জাতিক সমস্ত বিজ্ঞাপন বাতিল করা হচ্ছে। নতুন ধরনের এই ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে, নতুন এই ভাইরাস আগের করোনাভাইরাস এর থেকেও ৭০ শতাংশ দ্রুত গতিতে ছড়াতে পারে। পূর্বের করোনাভাইরাস এর জেরে মহারাষ্ট্রে নৈশকালীন লকডাউন ঘোষিত হয়েছে। এমতো পরিস্থিতিতে নদীয়ার রানাঘাট বেগোপাড়া চার্চের সামনে প্রত্যেক বছরের ন্যায় বসা মেলা বন্ধ করার নির্দেশ দেন। ফলে হতাশ মেলা ব্যাবসায়ীরা ।
দীর্ঘ লক ডাউন ও কোরোনা সংক্রমণের জন্য প্রায় ৮ মাস বসা মেলা ব্যবসায়ীরা তারা বহু আশা নিয়ে এখানে মেলা করতে এসেছিলেন প্যান্ডেল করা হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ প্রশাসন থেকে মেলা করতে বারণ করে দেওয়া হয়।ফলে তারা সমস্যায় পড়েছেন। কি করবেন এখন আবার জিনিসপত্র নিয়ে ফিরে যাবেন! না অনুরোধ জানাবেন?