জার্মানির “ফ্রেডরিশ উইলহেম বেসেল রিসার্চ অ্যাওয়ার্ড” পেতে চলেছেন নদিয়ার করিমপুরের স্বাধীন মন্ডল

Social

মলয় দে নদীয়া :-এবার নদীয়া জেলার করিমপুর থেকে জার্মানির ফ্রেডরিশ উইলহেম বেসেল রিসার্চ আওয়ার্ড পুরস্কার পাচ্ছেন স্বাধীন মন্ডল । যদিও বিজ্ঞান সাধনার গবেষণা মূলক কার্যাবলীর জন্যে দুই বছর আগে ” শান্তি স্বরূপ ভাট নগর ” পুরস্কারে তাকে সন্মানিত করা হয় । প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল , ঔষধ ও কলাক্ষেত্রে গবেষণা মূলক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য তাকে এই বিশেষ পুরস্কারে সন্মানিত করা হচ্ছে বলেই বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে । তবে উক্ত বিষয়ে গবেষণা করার জন্য এবং পুরস্কার প্রাপক হিসাবে বিশ্বের মোট ২০ জনের তালিকায় নাম রয়েছে যার মধ্যে নদিয়ার করিমপুর অঞ্চলের স্বাধীন মণ্ডলও । তবে বর্তমানে তিনি কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিসার্চ সেন্টারে কর্মরত ।

তার পারিবারিক সূত্রে জানা যাচ্ছে ১৯৮৮ সালে তিনি মাধ্যমিক এবং ১৯৯০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয় থেকে । উচ্চ শিক্ষা লাভের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন এবং বি এস সি পরীক্ষায় তৃতীয় এবং ১৯৯৫ সালে এম এস সি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন । আবার এরপরই ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট এ হবে গবেষণা মূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হন । তবে তার এই উক্ত কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় তার বাড়িতে গিয়ে তাকে পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন । তবে স্বাধীন মন্ডল আগামী বছর জুন মাস নাগাদ এই সন্মান সরকারি পাবেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ।

Leave a Reply