নিউজ সোশ্যাল বার্তা: সারা বিশ্ব যখন করোনা ভাইরাস এর আক্রমণের জর্জরিত স্বাভাবিকভাবে ভারতবর্ষেরও একই অবস্থা।
করোনা মোকাবিলায় ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একদিনের জন্য সমগ্র ভারতবর্ষে লক ডাউন ঘোষণা করেন । সাধারণ মানুষ সরকারের ডাকে সাড়া দিয়ে লক ডাউন এ অংশগ্রহণ করে । কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি তরুনীর চা এর দোকানের ভিডিও সারা বাংলার মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করে । তরুণীর ভিডিও অনুযায়ী লক ডাউন এর কারন কি তিনি বললেও দোকানের অনেকই সেই বিষয়ে চুপ ছিলেন কিন্তু একজন ব্যক্তি চা খেতে কেন এসেছিলেন তা নিয়ে তর্ক শুরু করে দিন । পাশে দাড়িয়ে থাকা দুজন ব্যক্তিও চুপচাপ বিষয়টি দেখছিলেন । জনগন তাদের কে নিয়েও সোশ্যাল মিডিয়ার ট্রোল করতে শুরু করেন ।
কিন্তু বাস্তবে দেখা যায় তারা দুজনেই খুব সহজ-সরল মানুষ । তাই তদের নিয়ে যাতে কেউ আর ট্রোল না করেন তার অাবেদন জানানো হয়েছে নদীয়া জেলার কৃষ্ণনগরের একটি সামাজিক গণমাধ্যম গ্রুপে ।
গ্রুপের একজন সদস্য আবেদন করেছেন- “বিশেষ অনুরোধ সবাইকে..
এনাদেরকে নিয়ে অনেক মজা হচ্ছে,আমিও উপভোগ করেছি / করছি ।সকলের কাছে আমার অনুরোধ আপনারা মজা করুন ,কিন্তু কেউ এনাদের কে গালিগালাজ বা অন্য কোনো রকমের বাজে কিছু বলবেন না,এনারা দুজনেই খুব সহজ সরল মানুষ । সেটা আশা করি সকলেই এনাদের সেই viral হওয়া “চা” এর ভিডিও দেখে বুঝেছেন ।
আর এনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো..কাকু আর কটাদিন বাড়িতেই চা খান,আর বাড়িতেই সময় কাটান,এক নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আমরা সবাই আছি,তারপর না হয় সারাদিন জমিয়ে পাড়ার মোড়ে চা খাওয়া যাবে “।
রীতিমতো বাংলায় এখন সেলিব্রিটি হয়ে গেছে এই তিনজন । এনাদের নিয়ে বিভিন্ন ভিডিও এমনকি অনেকেই এখন ওনাদের বাড়িতে যাচ্ছেন ওনাদের সঙ্গে চা খেতে ।