বড়দিনের প্রাক্কালে কেমন আছেন রানু মন্ডল ! গত বছরেও এই সপ্তাহে তাঁর ঠিকানায় পৌঁছেছিল বিভিন্ন ধরনের উপহার 

Social

মলয় দে, নদীয়া :- নদীয়া জেলার রানাঘাট বেগোপাড়ার বাসিন্দা রানু মন্ডলের জীবন যাত্রা পাল্টে গিয়েছিল মুম্বাই এর সু-গায়ক হিমেশ এর সান্নিধ্যে এসে। সর্বনাশা লকডাউনে রানু মন্ডলের অবস্থা হটাৎ খারাপ হতে শুরু করে এই বছরের গোড়ার দিক থেকে। যোগাযোগ ব্যবস্থা এবং অনুষ্ঠান বন্ধ থাকার কারণে ঘর বন্ধী হয়ে পড়েন রানু মন্ডল । এরপর কেউ খোঁজ খবর নেওয়ারও ছিলনা । আবারও সে ফিরে গেছে তার পূর্বের রানাঘাট স্টেশনে। এ ব্যাপারে আক্ষেপ করে তিনি বলেন, “চাল চুলা কিছুই ছিল না কোনদিন! তাই হারানোর ভয়ও নেই। যারা রানুর গান ভালোবাসে, তারা আজও খুঁজবে।”

খ্রীষ্টান ধর্মালম্বী পরিবারের হওয়ায় সুবাদে গত বছর তার কাছে নানা শুভেচ্ছা উপহারে ভর্তি হয়ে গিয়েছিল বাড়ি। সপ্তাহভোর প্রতিদিনই কিছু না কিছু উপহার আসতো অজানা শুভাকাঙ্খির কাছ থেকে।কিন্তূ এই বছর তা কিছুই হয় নি! তাই রানাঘাটের সি,জি ,মেকওভার এর পাপান নন্দী ও আতর আলী সহ সদস্যরা রানু মন্ডলের বাড়ি গিয়ে তার হাতে কেক বিভিন্ন উপহার তুলে দিলো এই বছর।

ক্রিসমাসের আগে এমন উপহার পেয়ে খুব খুশিই বিশেষ করে বর্তমান পরিস্থিতি যেমন সেখানে তার কথা ভেবে বাড়ি এসে এমন উপহার পেয়ে গতবছরের নানা স্মৃতিচারনার মধ্য দিয়ে তাদের কে শোনালেন গান! কৃতজ্ঞতা জানিয়ে বললেন কেউ আসেনি, তোমাদের নিঃস্বার্থ ভালোবাসার উপহার পাওয়াতে খুব আনন্দ পেলাম। খুশি রানু মন্ডল।

Leave a Reply