গ্রামে গিয়ে প্রাথমিকের ছাত্রছাত্রীদের শিক্ষাদান , পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

Social

রায়গঞ্জঃ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে সোমবার দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও শিশুদের পড়াশোনার উপযোগী সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন রায়গঞ্জ দক্ষিণ চক্রের শিক্ষক শিক্ষিকারা।

এদিন রায়গঞ্জ জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের মৌলাচন্ডী গ্রামে সংগঠনের উদ্যোগে ১০০ জন আদিবাসী গরীব মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, মাস্ক বিতরন করা হয়৷ গ্রামের প্রাথমিক স্তরের শিশুদের পাঠদান করেন শিক্ষক শিক্ষিকারা।

পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে মাস্ক, খাতা, কলম ও বিস্কুট তুলে দেওয়া হয়৷ সংগঠনের পক্ষ থেকে জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান, ৩০ শে মে থেকেই জেলার চোপড়া থেকে শুরু করে ৯ টি ব্লকের ১৭ টি সার্কেলে এখনও পর্যন্ত ২৫ হাজার আদিবাসী গরীব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে৷ এর আগে কালিয়াগঞ্জ, হেমতাবাদে গ্রামে গ্রামে শিক্ষক শিক্ষিকারা গিয়ে প্রাথমিক স্তরের শিশুদের পাঠদান করেছেন, এবার রায়গঞ্জেও শুরু হয়েছে গ্রামে গ্রামে পৌঁছে পাঠদান কর্মসূচি। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে করোনা ও অামফান রিলিফ ও বিপর্যয় ফান্ডে এখনও পর্যন্ত জেলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা সংগঠনের মাধ্যমে প্রায় ৯ লক্ষ টাকা রাজ্য সরকারকে তুলে দিয়েছেন৷ প্রতিদিন অারো অনেক চেক জমা পড়ছে বলে জানান উপস্থিত নেতৃত্বরা৷

Leave a Reply