বঙ্গধ্বনি যাত্রা পাঁশকুড়ায় ! আকর্ষণীয় করে তুলতে মহিলা ঢাকি

Social

সোশ্যাল বার্তা: বঙ্গধ্বনি যাত্রার শেষ দিনে সোমবার পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্রের নেতৃত্বে একটি বিশাল মহা মিছিল বের হয় বঙ্গ ধ্বনি যাত্রাকে সামনে রেখে । মিছিলটি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত প্রতাপপুর শীতলা মন্দির থেকে শুরু হয় , এবং শেষ হয় কেশিয়াড়ি ভূঁইয়া বাড় শীতলা মন্দিরের সামনে। মিছিল শেষে হয় সভা। মিছিলে প্রায় ১০০০ জন মহিলা ও পুরুষ পা মিলান।

এই সভাতে নেতৃত্ব দেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র। উপস্থিত ছিলেন পাঁশকুড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমনা মহাপাত্র, টাউন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জাহেদ আলী সহ একাধিক নেতৃত্ব ও কাউন্সিলরবৃন্দ। সভা শুরুর আগে একটি মনোজ্ঞ সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এই মিছিলের আকর্ষণী ছিল প্রায় ২০ জন মহিলা ঢাকি, কীর্তনীয়া, আদিবাসী ভাই-বোনদের ধামসা মাদল সহ মাথায় ঘট ও বাজনা। মিছিলের মহিলাদের উপস্থিতি ছিল দেখবার মতো। মিছিল চলাকালীন তিনি বেশ কয়েকটি মন্দিরের ফুল এবং মালা অর্পণ করেন ।

গত কয়েকদিন ধরে গুজব উঠেছিল পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র তিনি বিজেপিতে যোগদান করবেন সেই প্রসঙ্গ কে উড়িয়ে দিয়ে তিনি বলেন তিনি আজীবন মমতা ব্যানার্জির দেখানো পথে হাঁটবেন।

Leave a Reply