নদীয়া শান্তিপুর বাগদিয়া সত্যনারায়ন মন্দিরে গ্রিল ভেঙে ঠাকুরের গহনা চুরি

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাগদিয়া বড় জিরাকুড় অঞ্চলে একমাত্র উপাসনা কেন্দ্র সত্যনারায়ন মন্দিরে গতকাল রাতে চুরি হয় ঠাকুরের লক্ষাধিক টাকার গয়না। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থান হওয়ায়, পথ চলতি যানবাহনের চালকরা প্রণামী বাক্সে অর্পণ করেন তাদের প্রণামী। স্বভাবতই দিন সাতেক বাদে বাদে ওই তালা খুলে জমাকৃত অর্থ রাখা হয় ব্যাংকে।

আজ সেই চূড়ান্ত দিনের আগেই গতকাল নোট এবং খুচরো টাকার পরিমান দশ হাজারের কাছাকাছি বলেই মনে করেন এলাকাবাসী। বিশাল আকার ঠাকুরের সোনার কপালের টিপ, তিলক গলার হার এইরকমই বিভিন্ন অলংকার সহ আলমারিতে রাখা কিছু নগদ অর্থ এবং বাসনপত্র চুরি গেছে বলেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করে এলাকাবাসী। শুধু এবার নয় এই একই মন্দিরে পরপর 3 বছরের মধ্যে এবার নিয়ে তিনবার চুরি হয়ে গেলো। স্বভাবতই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ৩৫বছরের পুরনো এই মন্দির জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের জন্য পাঁচ বছর আগে স্থানান্তরিত করা হয় কিছুটা দূরে। মন্দিরের এক পাশের গ্রিল ভেঙে, মূল মন্দিরের ঢুকে সমস্ত লাইটের সুইচ অফ করে সারারাত ধরে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা।

Leave a Reply