নদীয়ায় রেলওয়ে হকার্স ইউনিয়নের বাৎসরিক সম্মেলনে রক্তদান শিবির

Social

সোশ্যাল বার্তা: নদীয়ার কৃষ্ণনগর দুই নং ব্লকের ধুবুলিয়ার রেলবাজারে অনুষ্ঠিত হলো আইএনটিইউসি  রেলওয়ে হকার্স ইউনিয়নের বাৎসরিক সম্মেলন । আর এই বাৎসরিক সম্মেলনে সংগঠনের পক্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট ৪০ জন রক্তদাতা রক্তদান করেন।

বাৎসরিক সম্মেলনে রেলওয়ে হকার্সরা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পর্যালোচনা করেন। কৃষ্ণনগর থেকে বেলডাঙা পর্যন্ত রেলওয়ে হকার্স বৃন্দ। গঠিত হয় নতুন কমিটিও ।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কারামন্ত্রী মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর ২নং ব্লকের সভাপতি সঞ্জয় মুখার্জি । রেলওয়ে হকার্স ইউনিয়ন ধুবুলিয়া রেলবাজারের সভাপতি নারায়ণ দাসসহ অন্যান্যরা ।

এই প্রসঙ্গে নারায়ণ দাস জানান জেলার বিভিন্ন প্রান্তের রেলওয়ে হকার্স বৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় হকার্সদের ট্রেনে ওঠলে ঝামেলা করে। আমাদের এই সংগঠন সবসময় হকার্স সঙ্গে আছে।

Leave a Reply