মলয় দে, নদীয়া : ১৭ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নদীয়া জেলার করিমপুরে পিপুল খোলা গ্রামের মালোপাড়ায় পাঁচটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায় রান্না করতে করতে আগুন লেগে যায়।
আগুন লাগার খবর পান করিমপুর বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটা দেখে তৎক্ষণাৎ যৎসামান্য অর্থ তাদের সাহায্য করেন এবং পুরো বিষয়টি বিডিও অফিস ও জেলাশাসকের অফিস জানানো হয়। বিধায়ক বিমালেন্দু সিংহ রায় পরিবারের হাতে শীতের বস্ত্র কম্বল জামা কাপড় তুলে দেন। দুর্ঘটনাকবলিত পরিবারগুলির পাশে আগামীতেও থাকবে বলে জানিয়েছেন তিনি। যাদের বাড়ি পুড়ে যায় তাদের মধ্যে থেকে মালতি মাল জানান, রান্না করতে করতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি বাড়ি।
আগুনে বাড়ি পুড়ে যায় তাদের মধ্যে একজন কার্তিক পাল তার মেয়ে মিনা পাল। পড়াশুনায় খুব ভালো কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে ছাত্রীটির সমস্ত বইপত্র নষ্ট হয়ে যায়। বিধায়ক জানতে পেরে তৎক্ষনাৎ ওখানে ঘোষণা করেন মিনা পাল পড়াশোনার দায়িত্ব সরকার বহন করবে।