মানবিক উদ্যোগ ! মৃত্যুবার্ষিকীতে শতাধিক শিশুর মুখে হাসি ফোটাতে খাদ্য সামগ্রী বিতরণ

Social

অশোকনগর : অশোকনগর বৈশাখী উৎসব কমিটির থেকে রবিবার ফের মানবিক উদ্যোগ গ্রহণ করা হল। করোনা পরিস্থিতিতে একাধিক সামাজিক মানবিক উদ্যোগ গ্রহণ করেছিল।গতবছর রাজ্য সরকারের কর্মচারী অভিজিৎ মজুমদার মৃত্যু হয়েছিল।তার পরশু একবছর সম্পূর্ন হয়।এই সংস্থার মাধ্যমে তার পরিবার গতকাল অশোক নগর রেল কলোনী অঞ্চলে প্রায় শতাধিক শিশুদের মুখে হাসি ফোটাতে খাদ্য সামগ্রী উপহার হিসাবে তুলে দেওয়া হয়।

এই কর্মকাণ্ডে যুক্ত ছিলেন অভিজিৎ মজুমদার পরিবারের সদস্যরা এবং অশোক নগর বৈশাখী উৎসব কমিটির সদস্য সদস্যরা।সংস্থার হয়ে অনুষ্ঠান প্রসঙ্গে এবং সংস্থার কর্মকাণ্ড বিষয়ে মতামত জানান শিক্ষক সদস্য অনুপ বালা তার মূলবান মতামত তুলে ধরেন।সেইসাথে পরিবারের সদস্য দেবাশীষ মজুমদার তার বক্তব্য বলতে গিয়ে বলেন আমি দুই পরিবারের সদস্য।সংস্থা আমার কাছে একটা পরিবার এবং মজুমদার পদবী থাকা সেটা ও একটা পরিবার।তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকি,তবে দাদার মৃত্যু দিবস উপলক্ষ্যে ভিক্ষা বা বিতরণ নয়।আমরা উপহার হিসাবে তাদের মুখে হাসি ফোটাতে এই আয়োজন।

Leave a Reply