প্রাচীন ঐতিহ্য প্রদীপের মশাল নিয়েই হঠাৎই বামা কালীর শোভা যাত্রা

Social

মলয় দে, নদীয়া : এবছর কালী পুজোর বিসর্জনের পথে নদীয়া জেলার শান্তিপুর চর্জিজিরা অঞ্চলের বামা কালীর অঙ্গ হানি ঘটেছিল। চিরাচরিত প্রথা অনুযায়ী এই বম্বাট মাতৃ মূর্তিকে কাঁধে নিয়ে নৃত্য প্রদর্শনের সময় এবছর দুর্ঘটনা বশত ঠাকুরের হাতের অস্ত্র পড়ে যায় এবং কালী পুজোর বিসর্জনের পথেই ঠাকুরের হাত ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল বলেই জানাচ্ছেন কমিটির কর্মকর্তারা । আর সেই কারণেই গত কাল অমাবস্যা তিথিতে পুনরায় পূজা করা হয় এই মাতৃ মূর্তির । গতকাল পুজোর পরের দিন অর্থাৎ আজ ১৫ই ডিসেম্বর , মঙ্গলবার তাসা, ব্যঞ্জন নিয়ে চরজিজিরা’র বামা কালী পূজা কমিটি ঠাকুরের শোভাযাত্রা পুনরায় প্রদর্শনের উদ্দেশ্যে সামিল হতে দেখা গেলো শান্তিপুরের রাজপথে । আবার চিরাচরিত প্রথা মেনেই শোভাযাত্রার প্রারম্ভেই বড়ো প্রদীপের আলোর বিশেষ মশাল প্রতিয়মান হয়েছে । প্রসঙ্গক্রমে বলা যায় একসময় এই মশাল ছিল শান্তিপুরের এক অতি প্রাচীন ঐতিহ্য । এই ঐতিহ্যের একটি ঝলক প্রত্যক্ষ করার জন্য শান্তিপুরের রাজপথে এবং বিশেষ করে চার মাথার মোড় গুলিতে যথেষ্ট মানুষের সমাবেশ ও উন্মাদনা লক্ষ্য করা গেছে। তৎকালীন সময়ে পরিবেশে কথা ভেবেই, মশালবন্ধের পক্ষে সায় দিয়েছিলেন অনেকেই, এমনকি বহু বিজ্ঞানকর্মী, পরিবেশ কর্মীদের প্রশাসনিক উচ্চ মহলে লিখিত অভিযোগ জমা করা হয়েছিল সেই সময়। তবে একটা বড় অংশের মানুষদের দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় এই ঐতিহ্য বন্ধের বিরুদ্ধে সরব হতে । তবে শারীরিক বা সামাজিক দূরত্ব এবং মুখে মাস্ক বাঁধা তেমন দেখতে পাওয়া গেল না।

Leave a Reply