সোশ্যাল বার্তা: অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রের কৃষক আইনের প্রতিবাদে একটি ঐতিহাসিক বাইক রেলির আয়োজন করা হয়। প্রায় ৬০০০বাইক এই রেলিতে অংশগ্রহণ করে।।রেলির মাধ্যমে আইমার সদস্যরা গোটা পূর্ব মেদিনীপুর জেলা প্রদক্ষিণ করবে।
এই বাইক রেলী হলদিয়া থেকে শুরু হয়েছে, সমস্ত আইমার সদস্যরা বাইক রেলির মাধ্যমে প্রতাপপুর দরগার সামনে এসে জমায়েত হয় এবং প্রতাপপুর থেকেই মূল রেলি বের হয়, এই রেলিটি পাঁশকুড়া বাজার হয়ে মেছোগ্রাম এর ওপর দিয়ে মেচেদা তে গিয়ে শেষ হয়।বাইক রেলির প্রথমেই ছিলেন ভাইজান বলে পরিচিত ,তথা সৈয়দ পীরজাদা রুহুল আমিন। তার নেতৃত্বেই এই বিশাল ঐতিহাসিক বাইক রেলিটি সংঘটিত হয়।