সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে জারি হয়েছিল লক ডাউন। ব্লাড ব্যাঙ্কগুলি এখনো রক্ত স্বল্পতা কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী যাদের সারা বছর রক্ত লাগে তাদেরও নির্দিষ্ট সময়ে রক্ত পেতে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতন করতে এগিয়ে এলো কৃষ্ণনগরের প্রজ্ঞা যোগা সেন্টার।
জানা যায় যোগা সেন্টারটির পরিচালক সুস্মিতা দত্ত ঘোষ এর জন্মদিন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালীমন্দিরের নিকট শিশু উদ্যোনে এক থ্যালাসেমিয়া পরীক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মোট ৩৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
সংস্থাটির কর্ণধার সুস্মিতা দত্ত ঘোষ জানান ” বিয়ের আগেই যদি রক্ত পরীক্ষা করা যায় তাহলে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যাও কমে। সাধারণ মানুষকে সচেতন করা হলো। সবার কাছে আবেদন বাড়ির ছেলেমেয়েদের বিবাহের আগেই রক্ত পরীক্ষা করান”।
এই থ্যালাসেমিয়া পরীক্ষণ শিবিরে যোগা ও নৃত্যানুষ্ঠান হয়। বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ করতেও দেখা যায়।