মলয় দে, নদীয়া:-শীত এলেই কিশোর তরুণদের মধ্যে উৎসাহ দেখা যায়। পাড়ার বিভিন্ন জায়গায় এক টুকরো ফাঁকা জায়গায় লাইট লাগিয়ে নেট খাটিয়ে কঠিন শীতেও তরল ঘাম ঝরাতে। নদীয়া জেলার শহর কিংবা গ্রামে শুরু হয়ে গেছে ব্যাডমিন্টন খেলা।
যতদূর জানা যায় ২০০০ বছর আগে যীশু খ্রিস্টের জন্মের সময় প্রাচীন গ্রিসে শাটলকক ব্যবহার করে এই খেলার সূত্রপাত ঘটে। পরবর্তীতে জাপানে এ ধরনের খেলার নাম হানেটসুকি । তারও পরবর্তীতে ব্রিটেন ভারত চীন থাইল্যান্ডে বিস্তার লাভ করে। ১৮৯৯ সালে ব্রিটেনে প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
দুজন বা সর্বাধিক চারজন অংশগ্রহণকারী এই খেলায় ঘণ্টায় প্রায় ৪৮০ ক্যালোরি শক্তি ক্ষরিত হয় আমাদের শরীর থেকে, তাই শরীরের সকল পেশি, হৃদপিন্ডর কার্যক্ষমতা বৃদ্ধি পায়, বাড়ে হাড়ের ঘনত্ব! ডায়াবেটিস এবং উচ্চ পর্যায়ের রক্তচাপের ঝুঁকি কমায়। মেদ ঝড়িয়ে স্থূলকায় থেকে রক্ষা পাওয়ার মহৌষধি রয়েছে এই খেলায়।