মলয় দে, নদীয়া:- আগামী ১৬ থেকে ২০শে ডিসেম্বর বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গে বেশিরভাগ অঞ্চল বর্তমানে ঢেকেছে কুয়াশাতে। মাঝ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট থাকছে বেশি, তবে বেলা বাড়লে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। ফলে রোদের তেজ কমেছে অনেকটাই! এরকম পরিস্থিতি আরো তিন চার দিন বজায় থাকবে বলেই অনুমান করছেন আবহাওয়া দপ্তর। ফলে দৃশ্যমানতা ২০০মিটার থেকেও কমে যেতে পারে এবং কোথাও কোথাও তা ৫০ মিটার পর্যন্ত কমতে পারে বলে মনে করা হচ্ছে । এই মুহূর্তে দমদম বিমানবন্দরের দৃশ্যমানতা বেড়ে হয়েছে ৬৫০ মিটার এই কারণে ঘন কুয়াশা যুক্ত অঞ্চলে যানবাহন সাবধানে চালাতে বলার অনুরোধ করেছেন আবহাওয়া দপ্তর থেকে। জম্মু-কাশ্মীরের সংলগ্ন অঞ্চলে পশ্চিমী ঝঞ্জা অবস্থান করলেও আপাতত কোনো ঝঞ্জা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও, কুয়াশা আচ্ছন্ন অবস্থার পরিবর্তন হয়ে উত্তরের বায়ু প্রবাহের ফলে জাঁকিয়ে শীত পড়তে চলেছে এ বঙ্গে। ক্রমেই তা কমতে শুরু করবে ১৬ ই ডিসেম্বর থেকে। পশ্চিম অঞ্চলের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে এবং ১৭-১৮ ই ডিসেম্বর থেকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অবশ্য ১৫ তারিখ পর্যন্ত এভাবেই চলবে। তাই, রেল ,বিমান, বাস, খেয়া পারাপার সবক্ষেত্রেই পরিবহনের সমস্যা থেকেই যাবে আপাতত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল ।