দেবু সিংহ,মালদা: ক’দিন ধরে কুয়াশার চাদরে ঢাকা গোটা জেলা। সূর্যের দেখা নেই। তবে সূর্য দেখা দিলেও দুপুরের পর। তাও হাল্কা রোদ। আর এই কুয়াশায় বিপাকে পড়েছেন সুটকি মাছ ব্যবসায়ীরা।
মাছ ব্যবসায়ী জানান মাছ শুকাচ্ছে না ঠিকঠাক। ফলে রঙ ফুটে বেরোচ্ছে না। রঙ না হলে দাম পাওয়া যায় না বলে দুশ্চিন্তায় তাঁরা। জানা গেছে, সাধারণত রৌদ্রজ্জ্বল দিনে ৭ দিন লাগে সুটকি মাছ শুকতে। এখন কুয়াশার কারণে ২-৩ সপ্তাহ লেগে যাবে। আবার মাছের রঙও আসছে না। এই প্রসঙ্গে একজন ব্যবসায়ী তপন সরকার জানান, ‘ভোলা মাছ সুটকি মাছ হিসেবে আমরা বিক্রি করে থাকি। ধোওয়ার পর ঠিকঠাক শুখলে রঙ বেরিয়ে আসে। ফলে দামও পাওয়া যায়। গোটা উত্তরবঙ্গ জুড়ে চলে আমাদের ব্যবসা। কিন্তু কুয়াশার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের।’