কৃষি আইন বাতিলের দাবীতে তমলুকের একাধিক জায়গায় সড়ক অবরুদ্ধ

Social

সোশ্যাল বার্তা : কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা , নিমতৌড়ীর ৪১নং জাতীয় সড়ক , মেছো গ্রাম ৬ নং জাতীয় সড়ক তমলুকের মানিকতলা সহ একাধিক জায়গায় সড়ক অবরুদ্ধ করল বিরোধী দলের কর্মী সমর্থকরা। গত কয়েকদিন ধরে দিল্লির রাজপথে সারা দেশের লক্ষ লক্ষ কৃষক কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে কৃষি আইন বাতিল এর দাবিতে অবস্থান করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি না মেনে, উল্টে তাদের ওপর জলকামান লাঠি টিয়ার গ্যাস চালিয়ে অত্যাচার করছে!এর প্রতিবাদে আজ ভারত বন্ধে সামিল হয়েছে বিরোধী রাজনৈতিক দল গুলো।ভারত বন্ধের সমর্থনে পিকেটিং চালায় এস ইউ সি আই কমিউনিস্ট দলের কর্মী সমর্থকরা। কেন্দ্র সরকার কৃষি আইন বাতিল না করলে তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

Leave a Reply