দেবু সিংহ,মালদা: মালদায় জৈব পদ্ধতিতে কলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। উদ্যান পালন দপ্তর জানিয়েছে, প্রতি বছরই এই জেলায় কলা চাষ বাড়ছে। এই চাষ করে চাষিরা ভালোই লাভের মুখ দেখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা।
সংশ্লিষ্ট দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক জানাচ্ছেন, জি-৯ প্রজাতির কলা অত্যন্ত উচ্চমানের। বিদেশেও এই কলার চাহিদা রয়েছে। কয়েক বছর ধরে মালদায় এই প্রজাতির কলাচাষ হচ্ছে। এবছর আমরা জেলায় ১০০ হেক্টর জমিতে এই প্রজাতির কলার চাষ করা হচ্ছে। জেলার ৬৫০ জন কৃষককে চাষের আওতায় আনা হয়েছে। কৃষকরা বিদেশেও এই কলা রপ্তানি করতে পারবেন। তাতে তাঁরা ভালোই লাভের মুখ দেখতে পাবেন।