নদীয়ার রানাঘাটে জূয়ার ঠেকের প্রতিবাদ করায় জুয়াড়িদের দ্বারা প্রহৃত যুবক  

Social

মলয় দে, নদীয়া :এলাকায় অবৈধভাবে জুয়া ও সাট্টার বোর্ড চালানোর প্রতিবাদ করায় প্রতিবাদী যুবকের বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল কয়েকজন জুয়াড়ীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নদীয়ার রানাঘাট এক নম্বর ব্লকের অন্তর্গত তাঁরাপুর এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরাপুর বাজার এলাকা সহ তাঁরাপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় ও গ্রামের বিভিন্ন প্রান্তে কিছু অসাধু লোকের মদতে রমরমিয়ে চলছে সাট্টা ও জুয়ার আসর। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন দিনের আলো নেভার সাথে সাথেই ওইসব এলাকা কার্যত মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে একশ্রেণীর সমাজবিরোধীদের। যার কারণে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসী সামাজিক নিরাপত্তা নিয়ে। পাশাপাশি অবৈধ ভাবে চলতে থাকা জুয়া ও সাট্টার কবলে পড়ে আর্থিকভাবে নিঃস্ব হতে বসেছেন এলাকায় বসবাসকারী বহু খেটে খাওয়া গরিব মানুষজন। একাধিকবার এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ পুলিশ প্রশাসনকে জানিয়েও তার কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। জানা যায়, রবিবার রাতে স্থানীয় ঝাউমহল এলাকার বাসিন্দা পিন্টু সরকার নামের এক যুবক এলাকায় সাট্টার বোর্ড চলাকালীন তার প্রতিবাদ করে বোর্ড ভেঙে দিলে ঘটনার সূত্রপাত ঘটে। এরপর অভিযুক্ত জুয়াড়িরা ওই প্রতিবাদী যুবকের বাড়িতে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে। এছাড়াও বোর্ড ভাঙ্গার ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি তাঁকে প্রাণনাশের ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ প্রতিবাদী যুবক পিন্টু সরকারের পরিবারের। অবিলম্বে এলাকায় অবৈধ জুয়ার সাট্টার কারবার বন্ধ করার দাবিতে সোমবার রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত যুবক পিন্টু সরকার ও স্থানীয় বাসিন্দা অরুণ বিশ্বাস এর পক্ষ থেকে।

Leave a Reply