সোশ্যাল বার্তা : মমতা বন্দ্যোপাধ্যায় সভার মধ্যদিয়ে ২১ শে নির্বাচনের প্রচার, দেওয়াল লিখন শুরু মহিষাদলে।
পশ্চিম মেদিনীপুরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার মধ্যদিয়ে ২১শের নির্বাচনের নির্ঘণ্ট শুরু করে দিলো তৃণমূল। গতকাল মেদিনীপুরে মুখ্যমন্ত্রী’র সভা শেষ হতেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য ২০৮ মহিষাদল বিধানসভার দেওয়াল লিখন শুরু করে দিল মহিষাদল ব্লক তৃণমূল।
এদিন মহিষাদল ব্লকের রাস মঞ্চের নিকট ভট্টাচার্য বাড়ির দেওয়ালে দলীয় প্রতীক এঁকে দেওয়াল দখলে রাখল। দেওয়াল লেখনের সময় উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী, মহিলা তৃণমূল নেত্রী শিউলি দাস, ব্লক নেতা অরুন দিন্ডা, অন্যান্যরা৷
মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে জনসভার মধ্যদিয়ে নির্বাচনের প্রচার শুরু করেছেন। আমরাও দেওয়াল লিখনের মধ্যদিয়ে নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছি। এখন দলীয় প্রতীক দিয়ে দেওয়াল লেখন শুরু করেছি। আগামীদিনে ব্লকের প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকায় দেওয়াল লেখন শুরু করার নির্দেশ দিয়েছি। নেত্রী যাকে প্রার্থী করবেন আমরা তাকেই মেনে নির্বাচনী প্রচার করবো।