সোশ্যাল বার্তা : করোনা আবহের মধ্যেই বের হল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফল । মাধ্যমিকের ফলাফলের নিরিখে কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানালো শিক্ষক সংগঠন বিজিটিএ বাঁকুড়া জেলা ।
বাঁকুড়া জেলার প্রত্যন্ত এলাকার এক স্কুল বিক্রমপুর রাধা-দামোদর উচ্চ বিদ্যালয়। তার এক ছাত্রী রস্মিতা সিংহমহাপাত্র আজ তার বাবা মা, স্কুল সহ এলাকার নাম সারা রাজ্যে উজ্জ্বল করেছে। জঙ্গলমহলের অনেক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে সে আজ জীবনের প্রথম বড় পরীক্ষাতে সফল। “মাধ্যমিক ২০২০” তে সারা রাজ্যে পঞ্চম স্থান দখল করেছে। তার লড়াই কে কুর্নিশ জানাতে, আনন্দের ভাগীদার হতে ও আগামীর শুভকামনা জানাতে বৃহত্তর স্নাতক শিক্ষক সংগঠন (বিজিটিএ) রস্মিতার বাড়িতে উপস্থিত হয়েছিল।
বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা বিজিটিএ বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে শুক্রবার উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অভিজিৎ দাস, শিক্ষক রাম স্বরূপ নায়েক, বিদ্যুৎ পাত্র, অশোক গঁরাই, অয়ন দাস প্রমুখ।
শিকক অভিজিৎ দাস বলেন “আমরা রাজ্যের সমস্ত কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেবো। তাছাড়া সংগঠন সম্ভাবনাময় দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে। আমরা আমাদের সাধ্যমত তাদের সাহায্যে করবো। “