নদীয়ার কৃষ্ণগঞ্জে এসএফআই ও ডিওয়াইএফ এর উদ্যোগে রক্তদান শিবির

Social

সোশ্যাল বার্তা: করোনা আবহে অধিকাংশ ব্লাডব্যাংক রক্তশূন্য। এই কঠিন পরিস্থিতিতে নিয়মিত যাদের রক্ত লাগে সেই থ্যালাসেমিয়া রোগীরাও পড়েছে মহাফাঁপরে।

মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে শনিবার ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৃষ্ণগঞ্জ লোকাল কমিটির উদ্যোগে বিশিষ্ঠ সমাজসেবী চিন্তাহরন বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত বাবলা বন বাজারে। এছাড়াও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় সিপিআইএম দলের ছাত্রসংগঠন ও যুব সংগঠনের তরফ থেকে। এই রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। সকল রক্তদাতাকে আয়োজকদের তরফ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

সংগঠনের একজন সদস্য বলেন “সাধারণ মানুষের জন্য একদিকে রক্তের জোগান অন্যদিকে মানুষের মধ্যে রক্তদানের বার্তা পৌঁছে দেওয়ার কাজ করে চলেছে আমাদের এই সংগঠন। সবাইকে রক্তদানের জন্য আহ্বান জানাই”।

সংগঠনের পক্ষ থেকে রক্ত সংগ্রহকারী পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের  নবদ্বীপ ব্লাড সেন্টার কে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

রক্তদান শিবিরের উদ্বোধন করেন ভারতের ছাত্র ফেডারেশন নদীয়া জেলার সম্পাদিকা মৌপ্রিয়া রাহা। উপস্থিত ছিলেন সিপিআইএম কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক সুপ্রভাত দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Leave a Reply