মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু তিন নাবালিকা শিশুর

Social

মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু একই পরিবারের তিন নাবালিকা শিশু। স্থানীয় সূত্রের জানা যায় যে পরশু কোলাঘাট থানার শান্তিপুর অঞ্চলের চিমুটিয়া গ্রামে মামার বাড়িতে মেলা অনুষ্ঠানে এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা কিস্কু পরিবার।

গতকল দুপুরে বাড়ির পেছনের পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি ঘটে। একইসাথে জলে যায় দুই বোন এবং আরেক আত্মীয় মোট তিনজন নাবালিকার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসীরা। সাথে সাথে মেচেদা এক বেসরকারি নার্সিংহোমে আনা হয় ওই তিন শিশুকে। কোলাঘাট থানার মেছেদা এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে। পরে কোলাঘাট থানার মর্গে ঐদিন শিশুর মৃতদেহ নিয়ে যাওয়া হয়। আজ ওই শিশুদের মৃতদেহ ময়না তদন্ত করা হবে পূর্ব মেদিনীপুর জেলা সদর হসপিটালের জানান কোলাঘাট থানার পুলিশ।মৃতদের নাম সুপ্রীতা সোরেন (১২), সুষমা সোরেন (৯), শকুন্তলা কিস্কু (৭)। ঘটনার তদন্তে কোলাঘাট থানার পুলিশ।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply