রাস উপলক্ষ্যে শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ তিন দর্শনীয়স্থান তুলে ধরেছেন ভগবতী দাস রোডের যুবকবৃন্দ

Social

মলয় দে নদীয়া :- শ্রীচৈতন্যদেবের শিক্ষাগুরু অদ্বৈত আচার্যের শিক্ষা কেন্দ্র শ্রী শ্রী অদ্বৈত পাঠ,কয়েকটি পুরাতন শিব মন্দিরের মধ্যে অন্যতম জলেশ্বর শিব মন্দির এবং রাসের প্রবর্তক বিজয় কৃষ্ণ গোস্বামীর আদি বাড়ি অর্থাৎ বড় গোস্বামী বাড়ি এই তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এই পুণ্যভূমি দর্শনে দেশ-বিদেশ থেকে বহু লোক আসেন নদীয়ার শান্তিপুরে।

এবছর ভগবতী দাস রোডের যুবক-বৃন্দ সেই ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রাখতেই দর্শকদের মাঝে উপস্থাপিত করেছেন এই তিন মন্দির। সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি অসাধারন শিল্পকর্মটি সাধিত করেছেন স্থানীয় উত্তম পাল। ৫৮ বছর ধরে কৃষ্ণনগর বনগাঁ নানান মৃৎশিল্পকে দিয়ে রাসের মূল আকর্ষণ হয়ে উঠলেও এ বছর করোনা পরিস্থিতির জন্য স্থানীয় উত্তম পাল এর উপরেই ভরসা রেখেছেন পুজো উদ্যোক্তারা। তারা আশাবাদী দর্শকের বিচারে এ বছরেও আকর্ষণের মূলবিন্দু হবেন তারাই।

Leave a Reply