মলয় দে, নদীয়া:- সামাজিক দায়বদ্ধতার কৃতিত্ব শুধু শহরভিত্তিক নয়! গ্রামে চাষ বাঁ তাঁতের সঙ্গে যুক্ত সাধারণ এলাকাবাসীও সরকারি ব্লাড ব্যাঙ্ক গুলি থেকে অনেক সময় হতাশ হয়ে ফিরে আসার অভিজ্ঞতায় মহান এই কাজে ব্রতী হয়েছেন দীর্ঘদিন থেকেই।
নদীয়ার শান্তিপুর বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত দিব্য ডাঙ্গা গ্রামের অরুণোদয় সংঘের পরিচালনায় গণ রক্তদানের উৎসব পালিত হয়ে থাকে প্রতি বছরই এই সময়।
বর্তমান করোনা আবহে পারস্পরিক দূরত্ব বজায় রেখে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এবারেও সংক্ষিপ্তভাবে সারেননি, বরং অন্য বছরের তুলনায় স্যানিটাইজার টানেল গেট, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ, সুগার নির্ণয় এবং , চক্ষু পরীক্ষা শিবির, সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, সহ-সভাপতি দীপক বসু , রবিন সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস,প্রাক্তন সাংসদ তথা পশ্চিমবঙ্গ হেলথ রেক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডঃ তাপস কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক সহ বহু বিশিষ্টজন।
ক্লাব কর্মকর্তা সুব্রত সরকার জানান, বিগত বছরে ১০০ জন রক্তদাতা সংখ্যা অতিবাহিত করলেও এবছর আমারা অনুমান করেছি ১৫০ জনের কাছাকাছি মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন।
আপ্যায়ন এবং রক্তদানের পরিবেশ দেখে অভিভূত হয়ে যান অতিথিবর্গ।