কাঁটাতারের ভেদাভেদ ভুলে দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধন পশ্চিমবঙ্গের নদীয়ায় 

Social

মলয় দে নদীয়া:-সীমান্তের কাঁটাতার ভেদ করে দুই বাংলার সাংস্কৃতিক মেল বন্ধন উৎসব নদীয়ার কল্যাণীতে। স্বাধীনতার আগে অবিভক্ত দেশ থাকলেও স্বাধীনতার পর দেশের ওপর পড়ে যায় কাঁটাতারের বেড়া। ভাগ হয়ে তৈরি হয় পার্শ্ববর্তী বাংলাদেশ। তবে কাঁটাতার দেওয়ার পরেও কেউই রুখতে পারেনি ভালোবাসা ও মৈত্রীর অনুপ্রবেশকে। আর সেই কারণেই বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের উদ্যোগে নদীয়ার কল্যাণীতে আয়োজন করা হলো ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবের।

মূলত দুই বাংলার সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরতে এবং বাংলা ভাষাকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়াই এই সংস্থার মূল উদ্দেশ্য।

এদিন নদীয়া’র কল্যানীতে বাংলাদেশের খুলনা ও অন্যান্য জেলা থেকে আসেন একাধিক প্রতিনিধি দল। ভারত এবং বাংলাদেশের একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয় এই দিন আয়োজন। সম্মান জানান দুই দেশের নাগরিকরা একে অপরকে। ২০২০ সালের ২৫ শে মে লকডাউনে মানুষ যখন গৃহবন্দী তখন এই সংগঠন গড়ে তোলা হয়। এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে ভারত এবং বাংলাদেশের একাধিক লোকগীতি ও লোকনৃত্য ও অন্যান্য সংস্কৃতিক অনুষ্ঠানেরও।

বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদের বাংলাদেশ খুলনা জেলার প্রতিনিধি এনামুল হক বাচ্চু জানান, “আমরা বাংলা ভাষার মানুষ মাঝখানে শুধু একটি কাঁটাতার রয়েছে তবে সেটিকে আমরা উপেক্ষা করে সংস্কৃতির বন্ধনে দুই বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষদের একত্রিত করে বাংলা ভাষার মানুষ যারা রয়েছে সারা বিশ্বময় আমরা এটি ছড়িয়ে দিতে চাই। বাংলা ভাষাকে এবং বাংলা ভাষার সংস্কৃতিকে”।

বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ ভারতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জানান, আমরা বিশ্বজুড়ে বাঙালির মন ও মননের বন্ধন তৈরি করবার জন্য ২০২০ সালের ২৫ শে মে লকডাউনে যখন মানুষ ঘরবন্দি। সেই সময় আমরাই সংগঠনটা তৈরি করি। তবে এই সংগঠনের কাজ শুধু সংস্কৃতি কাজই হবে না আমরা দুই বাংলার সম্প্রীতির পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজ করা হয়। আমরা গান বাজনার সমস্ত সংস্কৃতি তখনই করতে পারব যখন আমাদের সমাজটা ভালো থাকবে পরিবেশটা ভালো থাকবে সেই কারণেই আমাদের এই উদ্যোগ।

এদিন ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে প্রায় ১২০০ প্রতিনিধি আসেন নদীয়ার কল্যাণীতে। ভারত ও বাংলাদেশের মানুষদের একত্রিত ভাবে নাচ গান বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন বিলীন হয়ে গিয়েছে বিলীন হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া।

Leave a Reply