মলয় দে নদীয়া:-বিশ্বের ১৩০ টি দেশে সক্রিয়তা এবং ৮৬ টি দেশে ইউনিট গড়ে তুলেছিলো ইউএন ভি। ১৯৮৫ সালের আজকের দিন অর্থাৎ ৫ই ডিসেম্বর স্বেচ্ছাসেবক দিবস উদযাপন শুরু করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে। অন্যান্য দেশে, সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্প কর্মসূচি রূপায়নের দায়িত্বভার দেওয়া হয় অলাভজনক সংস্থা অর্থাৎ এনজিওর উপর। সে নিয়ম ভারতবর্ষে থাকলেও, নিয়মের জটিলতায় সরকারি বরাদ্দকৃত অর্থ না পাওয়ায় উদ্যমহীন ভাবেই কাজ করতে দেখা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে। তবে স্থানীয় স্তরে আবেগ আন্তরিকতার সাথে পশ্চিমবঙ্গের বহু সামাজিক সংস্থা নিঃস্বার্থ নিরলসভাবে কাজ করে চলেছে প্রতিনিয়ত। এমনকি রাজনৈতিক অনীহা থেকে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই জড়িত হচ্ছেন সামাজিক কাজকর্মের সাথে। এমনকি জনসাধারণের বিশ্বাসযোগ্যতাও অর্জন করছেন, একজন জনপ্রতিনিধি থেকেও কম নয়।
নদীয়া শান্তিপুর ফুলিয়া পাড়ায় শনিবার বর্ণপরিচয় নামক সামাজিক সংস্থার পক্ষ থেকে পালন করা হলো, বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস,অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথ।উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সমাজের সর্বস্তরের সচেতন নাগরিকগণ। দীর্ঘ লকডাউনে কর্মহীন প্রায় ৩০০ জন প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় ।