মলয় দে, নদীয়া :-অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হল আনুমানিক পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধার। মৃতের নাম পিউবালা দেবনাথ। বাড়ি নবদ্বীপ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সরকার পাড়া রোড এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধা ছেলে সুনীল দেবনাথকে দুপুরের খাবার দেওয়ার সময় পাশে থাকা জ্বলন্ত কাঠের উনুন থেকে তাঁর পরনের কাপড়ে আগুন ধরে অগ্নিদগ্ধ হয়ে যান। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মাকে বাঁচাতে গিয়ে আগুনে দুই হাত সামান্য দগ্ধ হয়ে যায় ছেলে সুনীল দেবনাথের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয় পিউবালা দেবীর। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।