মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুরের বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খাপড়াডাঙ্গা এবং নতুন পাড়া বারোয়ারী দুটি ঠাকুর নিয়ে বিসর্জন দিতে যাচ্ছিলেন শুক্রবার সন্ধ্যা আটটা নাগাদ। জাতীয় সড়কের ওপর ওই দুটি ঠাকুরের সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে শান্তিপুর থানার পুলিশ। ক্ষোভে ফেটে পড়েন তারা, পথের মাঝে দুটি প্রতিমা নামিয়ে পথ অবরোধ করেন তারা। দুটি বাঁশ দিয়ে দুপাশে সম্পূর্ণ ভাবে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
রাস্তার উপর টায়ার ধরিয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন তারা। ঘটনা ঘটার প্রায় আধঘন্টা বাদে প্রশাসন এসে পৌঁছায়। তাদের প্রধান দাবি মেনে সাউন্ড সিস্টেম তাৎক্ষণিক ফেরত দিলে আন্দোলনের তীব্রতা খানিকটা কমে। অবশেষে দীর্ঘ ২৫ মিনিট পর তারা আন্দোলনের সিদ্ধান্ত বদল করে। রাস্তার উপরে রাখা ঠাকুর বিসর্জন ঘাটে নিয়ে যায়। যান চলাচল খানিকটা ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক।