বীর বিপ্লবী বাঘা যতীন এর মূর্তি সংস্কারে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা

Social

সোশ্যাল বার্তা: শতসহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। ব্রিটিশ শৃঙ্খল থেকে ভারতমাতাকে মুক্ত করতে তরতাজা যুবক-যুবতী প্রাণ দিয়েছেন।

দেশকে স্বাধীন করতে ব্রিটিশ -বিরোধী সশস্ত্র আন্দোলনে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। মানুষের কাছে তিনি বাঘা যতীন নামে পরিচিত। তিনি ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। কৃষ্ণনগর এভি স্কুলে তিনি পড়াশোনা করতেন।

বীর বিপ্লবীর স্মৃতির উদ্দেশ্যে কৃষ্ণনগরের এ ভি স্কুল মোড়ে বসানো হয়েছিল তাঁর আবক্ষ মূর্তি। বর্তমানে মূর্তিটির প্রায় ভগ্নদশা। শনিবার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতান এর উদ্যোগে মূর্তিটি সংস্কার করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থাটির সভাপতি অরিন্দম দেব জানান “কৃষ্ণনগর পৌরসভা এই কাজ করার অনুমতি দেওয়ায় আমরা কাজগুলি করতে পারছি। শহরের বাকী মূর্তিগুলিও সংস্কার করার চেষ্টা করছি আমরা”।

সংস্থাটির সম্পাদক সৌগত দাস বলেন “এখন অবধি আমরা শহরের পাঁচটি মূর্তি সংস্কার করতে পেরেছি। কৃষ্ণনাগরিকদের সহযোগিতায় বাকি মূর্তি গুলিও সংস্কার করতে পারব বলে আমরা আশাবাদী”।

Leave a Reply