কালিন্দী নদীর জল ঢুকে প্লাবিত চাষের জমি মাথায় হাত পড়েছে চাষীদের

Social

দেবু সিংহ ,মালদা: ইংরেজবাজার ব্লকের কোতোয়ালী গ্রাম পঞ্চায়েতের সতীচূড়া কলোনি এলাকায় কালিন্দী নদীর জল ঢুকে প্লাবিত চাষের জমি। মাথায় হাত পড়েছে চাষিদের। মহাজনের কাছে চড়া সুদে ঋণ নিয়েছেন অনেকে। ভাল সবজিও ফলেছে এবার। তার মধ্যে অসময়ে বন্যায় প্লাবিত গোটা চাষের জমি। এই অবস্থায় অসহায় বোধ করছেন প্লাবিত জমির চাষিরা। সরকারের সাহায্য প্রার্থনা করছেন তাঁরা।

জানা গেছে, এবার আষাঢ় মাসে সতীচূড়া কলোনির বেশিরভাগ এলাকা কালিন্দ্রী নদীর জলে প্লাবিত। চাষিদের মধ্যে মোসলিম মোমিন, সুভাষ হালদাররা বলেন,‘‌আমরা পটল, ঝিঙে, শশা, বেগুন-‌সহ অন্যান্য সবজি লাগিয়েছি। সব এখন জলের তলায়। ব্যাপক ক্ষতি হয়ে গেল আমাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পাশে না দাঁড়ালে আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনও উপয়া থাকবে না।’‌

Leave a Reply