মেদিনীপুরের পটাশপুরে পালিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের প্রতিষ্ঠা দিবস

Social

সোশ্যাল বার্তা : পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৩৫ তম প্রতিষ্ঠা দিবস যথাযথভাবে পালন করা হল সকল স্বাস্থ্যবিধি মেনে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে খাড় মহকুমা স্টেডিয়ামে । পতাকা উত্তোলন করেন রাজ্য সদস্য তথা জেলা কোষাধ্যক্ষ দেবদাস বারিক । এদিন বিদ্যাসাগর ও শহীদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শঙ্কর চক্রবর্তীর মূর্তিতে মাল্যদান করেন। ।

উপস্থিত ছিলেন রাজ্য সাংস্কৃতিক উপ-সমিতির নিগমানন্দ মিশ্র । এছাড়া পটাশপুর ২ বিজ্ঞান কেন্দ্রীয় সম্পাদক অতনু গোস্বামী, সভাপতি আশুতোষ নন্দী সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষজন । সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে কুষ্কাংকার, ধর্মান্ধতা, সাম্প্রদিয়কতা দূরীকরন।

Leave a Reply