নদীয়ার লোকশিল্পীর হাতের শিল্পকর্মের  সুখ্যাতি জেলাজুড়ে

Social

সোশ্যাল বার্তা :- লালন ভক্ত ,ছোটবেলা থেকেই রয়েছেন লোক সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত । কন্ঠের জাদুতে মন জয় করেছেন সাধারণ মানুষের এমনকি তাঁর সুখ্যাতি  ছড়িয়েছে জেলা পরিয়ে রাজ্যে! এবার তাঁর হাতের তৈরি শিল্প কর্মের সুখ্যাতি সারা জেলা জুড়ে।

সারাদেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ।করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ গ্রহণ করলেন নদীয়া জেলার কৃষ্ণনগরের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী দেবব্রত   মালাকার, এলাকায় তিনি দেবু নামেই পরিচিত । এবারের জগদ্ধাত্রী পুজোয় নিজের হাতে তৈরি করেছেন দেবীর মূর্তি।

দেবীর এক একটি হাত দিয়ে দেখানো হয়েছে কিভাবে চিকিৎসক,নার্স, পুলিশ,সাংবাদিক সহ অন্যান্য করোনা যোদ্ধারা সর্বসময় সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন। শিল্পী জানান “সাধারণ মানুষকে সচেতন করতে, করোনা যোদ্ধাদের সম্মান জানাতে এই উদ্যোগ, পৃথিবী আবার শান্ত হবে”। তাঁর তৈরি প্রতিমা নজর কেড়েছে শহরের   অধিকাংশ মানুষের মন।

Leave a Reply