মলয় দে নদীয়া :- রবিবার দুটো নাগাদ নদীয়া শান্তিপুর নতুন হাট সংলগ্ন হরিজন আবাসনে, জামাই দেখতে ভিড় জমিয়েছিলো এলাকার অনেকেই।
ওই হরিজন’ আবাসনের মৃত খলি হরিজনের মেয়ে টুম্পা হরিজন বিবাহ করে পাশের পাড়ার সোমেন হালদার এর ছেলে দীপ হালদার এর সাথে। বিয়ের পর দীপ শিলিগুড়িতে তার মাসির বাড়িতে টুম্পাকে বেড়াতে নিয়ে যায়! সেই থেকেই টুম্পাকে খুঁজে পাওয়া যায় না এমনই দাবি করে দ্বীপ। অবশ্য দ্বীপ এ বিষয়ে কোন থানায় অভিযোগ করেনি। এরপর থেকে টুম্পার পরিবার বহুবার বহু জায়গায় খোঁজখবর করে অবশেষে গত সপ্তাহে একটি মিসিং ডায়েরি করেন শান্তিপুর থানায়। টুম্পার পরিবারের পক্ষ থেকে মা দিদি দাবি দীপের সাথে মাঝে মধ্যে ফোনে কথা হতো, ও খালি টাকার কথা বলতো ! টুম্পার খুড়তুতো ভাই প্রণয় হরিজন জানান কয়েকদিন আগেও শিলিগুড়িতে তন্ন তন্ন করে খুঁজেছি বোনকে, শুনে এসেছি জামাই দীপ ওখানে চুরি করে জেল পর্যন্ত কেটেছে! আমার অনুমান বোনকে ও বিক্রি করেছে মোটা টাকায়।
এলাকাবাসী পরিবার ঘনিষ্ঠ ইমরান খলিফা জানান সকালে বিশেষ সূত্রে খবর পেয়ে জানতে পারি দীপ তার শান্তিপুরের নতুনপাড়ায় নিজের বাড়িতে ফিরেছে। মেয়ের বাড়ির এলাকার সকল গিয়ে ওকে ধরে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করে কিছুক্ষণ বাদে পুলিশ প্রশাসনের খবর দিয়ে তাদের হাতে তুলে দিই।