মলয় দে, নদীয়া :নদীয়ার শান্তিপুরের হারমোনিকা শিক্ষক শাওন পাল তার ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করেন একটি হারমোনিকা অনুষ্ঠান । এদিনের অনূষ্ঠানের সূচনা করেন হারমোনিকা শিল্পী এবং চিকিৎসক রাজিব বসু । ৯ থেকে ৪০ উর্ধ্ব বয়সের শিল্পীরাও এই অনুষ্ঠানে তাদের হারমোনিকার সুর পরিবেশন করেন ৷ হারমোনিকা কনসার্টে অংশ গ্রহনকারী প্রত্যেক শিল্পীকেই শিক্ষক শাওন পাল তাদের হাতে ধরে শিখিয়েছেন । হারমোনিকা বাদ্যযন্ত্রটি সব জায়গায় ছড়িয়ে যাক এবং সবার কাছে মূল্যবান হয়ে উঠুক বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক শাওনের পাল ।
প্রসঙ্গত ২০১৮ এর শেষের থেকে ১ জন ছাত্র নিয়ে পথ চলা শুরু করা শন্তিপুর ঐক্যতান হারমোনিকা একাডেমির বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২৪ জন ।