টালি ও ইটের উপর খোদাই করা সরস্বতী দেখতে ইতোমধ্যে ভিড় শুরু হয়েছে কালনায়

Social

মলয় দে নদীয়া:-টালি ও ইটের উপর খোদাই করা সরস্বতী………. পূর্ব বর্ধমানের কালনার সরস্বতী পূজো বিশেষ ঐতিহ্যপূর্ণ,কালনার প্রতিটা ক্লাব সরস্বতী পুজোর সময় বিশ্বাস আকর্ষণ মন্ডিত পুজো প্যান্ডেল বা থিম তৈরী করে থাকে, তেমনি বিনাপানি সংঘের এবারের পুজোর থিম ভুতের রাজা দিলো বর, সরস্বতী মূর্তির বিশেষ আকর্ষণ টালি এবং ইটের উপর খোদাই করা সরস্বতী মূর্তি,শিল্পী অরিজিৎ গাঙ্গুলী বলেন প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তার এই অভাবনীয় চিন্তা ভাবনা, ভুতের রাজা দিলোবড় পুরো থিমটাই করা হয়েছে একটি জঙ্গল, ঝোপঝার ও ভাঙা বাড়ি, ও বড় বড় গাছ কেন্দ্র করে, থিমটি তৈরি করার সময় কোন গাছপালাকে কাটা হয়নি, প্রতিটি গাছকে অক্ষুন্য রেখে থিমটি তৈরি করা চলছে, থিমের মধ্যে বিশেষ আকর্ষণ হল পুরনো ফেলে দেওয়া ইট পুরনো টালির উপর খোদাই করে সরস্বতী মূর্তি নির্মাণ, শিল্পী জানায় ইট দিয়ে শুধু কংক্রিটের বাড়ি তৈরি হয় না ইটের উপর খোদাই করে সুন্দর সুন্দর শিল্প তুলে ধরা যায়, কালনা যেহেতু একটি ঐতিহাসিক শহর এখানে টেরাকোটার কাজের প্রচুর মন্দির আছে, সেজন্য কালনার পুরোনো মন্দিরগুলিকে প্রাধান্য দেবার জন্য টালি এবং পিটের উপর খোদাই করে সরস্বতী মূর্তি তৈরি করা হয়েছে।

Leave a Reply