ফেরী ঘাটে লঞ্চ নোঙর করতে গিয়ে বড়সড় দূঘটনা তলিয়ে গেল ১০ টি লরি সহ ৩০জন

Social

দেবু সিংহ ,মালদা : মালদার মানিকচক ফেরী ঘাটে লঞ্চ নোঙর করতে গিয়ে ঘটল বড়সড় দূঘটনা। গঙ্গাঁ নদীতে তলিয়ে গেল লঞ্চ। লঞ্চে ছিল ১০টি পাথর বোঝাই লরি। লঞ্চটি তলিয়ে যাওয়ায় ১০টি লরিও গঙ্গাঁ নদীতে ডুবে যায়। সাথে লরির চালক ও খালাসী ও ১০জন যাত্রী সহ ৩০জন নদীতে পড়ে যায়। প্রথমে বেশ কিছু যাত্রী সাঁতার কেটে পাড়ে ওঠে। জানা গেছে ১৪জন এখনও নিখোঁজ। ঝাড়খন্ডের রাজমহল ঘাট থেকে প্রতিদিন লঞ্চ ফেরী সার্ভিস চলে মালদার মানিকচক ঘাটে। আজও সেই সার্ভিসের সময় এই দূঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যাক্তিদের মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত লরি চালকের কাছে জানা গেছে ওভারলোড হওয়ার জন্য এমন দুর্ঘটনা । লরিগুলিতে ওভারলোড পাথর ছিল। নোঙর করার সময় একটি ১৬চাকার লরি ডিসব্যালেন্স হয়ে গেলে দুর্ঘটনা ঘটে।

লঞ্চে ১০টি লরি ছিল। দুইটি লরি পাড়ে উঠে আসতে পারলেও ৮টি লরি এখনে নদীর তলায় তলিয়ে গেছে। স্থানীয় ডুবুরি উদ্ধার কাজ করছে। স্থানীয় মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে। ঘটনাস্থলে জেলাশাসক রাজর্ষি মিত্র ও পুলিশ সুপার অলোক রাজরিয়া। ঘটনাস্থলে পৌছন জেলার সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্য শুরু করেছে।

Leave a Reply