কৃষ্ণনগরে সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে শোক মিছিল

Social

প্রীতম ভট্টাচার্য : ১৫ ই নভেম্বর বিকেল ৫টায় নদীয়া জেলার কৃষ্ণনগরের গোয়াড়ির  সোনাপট্টি পার্টি অফিসের সামনে থেকে শোক মিছিল শুরু হয় । ঘরের ছেলের প্রয়ানে শোকস্তব্ধ গোটা শহর। তিনি ছিলেন একদিকে সম্পূর্ণ বামপন্থী মনোভাবে উদ্বুদ্ধ একজন জননেতা। সিনেমা জগতের পাশাপাশি পার্টির বিভিন্ন কার্যে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে। কৃষ্ণনগরে তাদের বাড়িতেই গড়ে উঠেছে পার্টির কার্যালয়। তাঁর প্রয়ানে শোকাহত গোটা শহর, বামপন্থী সংগঠনের পক্ষ থেকে একটি শোকমিছিলের আয়োজন করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর এরিয়া কমিটির নেতৃত্ব বৃন্দ অদ্বৈত বিশ্বাস, সুমিত চাকী , কৌশিক দত্ত , মঙ্গল ঘোষ সহ অন্যান্য এবং কৃষ্ণনগর পরম্পরার কর্ণধার শিবনাথ ভদ্র।।

Leave a Reply