পূর্ব মেদিনীপুরের চাঁদপুর এলাকার বোধরা গ্রামের মানুষের পাশে “আমার কল্যাণী”

Social

রমিত সরকার: একদিকে করোনা অপরদিকে ইয়াস সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তুলেছে। বিশেষকরে সমুদ্র তীরবর্তী এলাকার সাধারণ মানুষ খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছেন। ইয়াস  পরবর্তী পর্যায়ে নদীয়া জেলার কল্যাণীর সেবামূলক সংগঠন “আমার কল্যাণী”র গন্তব্য পূর্ব মেদিনীপুরের চাঁদপুর এলাকার  বোধরা গ্রাম।

গ্রামের ১১০ টি পরিবারকে সহযোগীতা করতে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। চাল,মুড়ি, চিনি, ছাতু, চিঁড়ে, বাচ্চাদের জন্য গুড়ো দুধের প্যাকেট, বিস্কুট, মাস্ক, স্যানিটাইজার, জিওলীন, স্যানিটারি ন্যাপকিন এই ছিল তাদের আয়োজন।

তবে উল্লেখযোগ্য বিষয় সাহায্যের সাথে সংস্থার সদস্যরা মানুষগুলোকে এটাও বোঝাতে চেষ্টা করেছে , ত্রাণ সামগ্রীর সঙ্গে সঙ্গে যে প্লাস্টিকের প্যাকেট তাদের কাছে পৌঁছাচ্ছে, সেগুলো যাতে ঠিকমত ভাবে ডিসপোজ করা হয়।

সংস্থার সদস্যরা জানান বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা বারবার বলা হচ্ছে যে ত্রাণের জন্য যে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে সেগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং ওই এলাকাগুলোতে এই প্লাস্টিকের জন্য প্রচুর পরিবেশ দূষণ হচ্ছে তাই তারা সচেতনত করেছেন এই বিষয়ে।

প্রথমে গ্রামের একজন মানুষ এর মাধ্যমে তারা যোগাযোগ করেন এবং সহযোগীতা করেন। সংস্থাটির একজন সদস্য জানান
“গ্রামের অবস্থা নিজে চোখে দেখেছি নোনা জল ঢুকে সব জমি কালো হয়ে গেছে , মনে হয় বছর দুই চাষও হবে না”।

Leave a Reply