মলয় দে, নদীয়া :- দুপুরের পর থেকেই, দেশের বীর শহীদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন সকলে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ বিশিষ্টজনেরা পৌঁছেছিলেন সন্ধের সময় থেকেই।গান স্যালুটের মাধ্যমে সম্মান জানিয়ে সম্পূর্ণ হলো শহীদ জওয়ান সুবোধ ঘোষের শেষকৃত্য।
রাত বারোটা নাগাদ প্রথমে তার মৃতদেহ তেহট্টের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে শেষবারের মতো তাদের একমাত্র ছেলেকে শেষবারের জন্য দর্শন করে পরিবারের সদস্যরা। এরপর যেখানে সুবোধ ঘোষ পড়াশোনা করতো সেই স্কুল মাঠে তাকে গান স্যালুট দিয়ে নদীয়া জেলা প্রশাসনের মাধ্যমে সম্মান জানানো হয় তাঁকে। এরপরেই পলাশী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। জনতা স্লোগান তোলে পাকিস্তান মুর্দাবাদ । ঘরের ছেলেকে হারিয়ে শোকার্ত নদীয়াবাসী ।