মলয় দে, নদীয়া :-ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ভারতের আদি জনজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আদিবাসীদের কাছে বিরসা মুন্ডা ভগবান সমতুল্য। এবছর তাঁর ১৪৩ তম আবির্ভাব জন্ম জয়ন্তী বর্ষ উপলক্ষে নদীয়া জেলার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামালপুর গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষ দের দীর্ঘদিনের দাবি, তাদের আরাধ্য দেবতা বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করার জন্য।
বিধায়ক শ্রী সমীর কুমার পোদ্দার সেই মান্যতা দিয়েই তার নিজস্ব আর্থিক সহযোগিতায় ১৫ই নভেম্বর সকাল ১১টার সময় কৃষ্ণনগর কামালপুর ডি সি হাই স্কুলের পাশে মূর্তি প্রতিষ্ঠা হলো। উক্ত অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের নৃত্যর মাধ্যমে উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জেলা এবং রাজ্য নেতৃত্ব ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধানতলা থানা ইউনিট আদিবাসী গ্রামবাসী বৃন্দ। তাদের ভাব আবেগ কে মান্যতা দিয়ে এই ধরনের শুভ উদ্যোগের জন্য বিধায়ক সমীর কুমার পোদ্দারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। তারা আশাবাদী বর্তমান যুব সমাজ আগামীতে বিরসা মুন্ডার অবদান সম্পর্কিত নানা তথ্য জানার আগ্রহ বাড়বে। শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের মধ্যে নয় , ভারতের স্বাধীনতা সংগ্রামে দেশবরেণ্য বিরসা মুন্ডা বেঁচে থাকবে সকলের মাঝে।