মলয় দে, নদীয়া :-শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে জম্মু-কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্ত। ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। প্রত্যুত্তরে গুলির বিনিময় গুলি দিয়েই পাল্টা জবাব দেয় সীমান্তে কর্মরত ভারতীয় বিএসএফ জওয়ানরা। উভয়পক্ষের গুলিবিনিময়ের ফলে পাকিস্তানি সেনাদের গুলিতে ওইদিন ঘটনাস্থলেই শহীদ হন নদীয়ার তেহট্ট থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বছর চব্বিশের সুবোধ ঘোষ। তিনি সম্প্রতি জম্মু-কাশ্মীরে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। সুবোধের শহীদ হওয়ার কথা গ্রামে জানাজানি হতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শহীদ এই জওয়ানের বাড়িতে তিন মাসের একটি সন্তান রয়েছে। সম্প্রতি বাড়িতে এসেছিল সুবোধ, কিছুদিন থাকার পর শ্রাবণ মাসের ১৫ তারিখ নাগাদ ফের কর্মস্থলে ফিরে যান বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। তার মৃত্যুর খবর শুক্রবার বিকেলে স্ত্রীকে ফোন করে জানানো হয় বলেই জানিয়েছেন শহীদের স্ত্রী। আগামী মাসে তার বাড়িতে আসার কথা ছিল বলেও এদিন জানিয়েছেন শহীদ বিএসএফ জওয়ান সুবোধ ঘোষের স্ত্রী অনিন্দিতা ঘোষ।
২০১৬ সালে বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মে যোগদান করেন সুবোধ। এরপর পাঞ্জাবে অনুশীলন সমাপ্ত করার পর জম্মু কাশ্মীরে পোস্টিং হয় তার। পরিবারের একমাত্র রোজগেরে পুত্র সন্তানকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন সুবোধের পরিবার।