অঞ্জন শুকুল,নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জ এর শিবনিবাসে রাতের অন্ধকারে কলা বাগান কেটে দিলো দুষ্কৃতীরা। জানা যায় সন্তোষ ঘোষ পেশায় দিনমজুর যিনি সরকারি সাহায্য পেয়ে নিজ জমিতে কলা বাগান করেছিলেন। প্রতিদিনের ন্যায় আজ সকাল বেলায় জমিতে গিয়ে দেখে প্রায় ২০০টি কলা গাছ কাটা অবস্থায় পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন সন্তোষ বাবু, বহু কষ্টের ফসল ছিল তার এই কলা বাগান।
নিমেষের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ওসি রাজ শেখর পাল। এলাকাবাসীর দাবি দোষীরা ধরা পড়ে উপযুক্ত শাস্তি পাক।