আদিবাসী শিশুদের পূজা উপলক্ষে, নতুন বস্ত্র ,মাস্কও সাবান বিতরণ

Social

সোশ্যাল বার্তা : সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট ঈগলস এর শারদীয়ার তৃতীয় পর্বের কাজ হলো নদীয়া জেলার হাঁসখালী থানার চিত্রশালী, কুঠিরপাড়া আদিবাসী গ্রামে । এদিন মোট ৬০ জন আদিবাসী শিশুদের পূজা উপলক্ষে, নতুন বস্ত্র ,মাস্ক
সাবান বিতরণ করা হয় । দুপুরে মধ্যাহ্ন ভোজন এর আয়োজন করা হয়। মেনুতে ছিলো ভাত, ডাল, চিপ্স, ও ডিমের ঝোল।

এবছরে হোয়াইট ঈগলস এর লক্ষ্য বাংলার ৭০০ জন প্রান্তিক শিশুদের অঙ্গে নতুন বস্ত্র তুলে দেওয়ার ।

সংগঠনের অন্যতম সদস্য সন্দীপ মজুমদার বলেন যে, এই অতিমারী পরিস্থিতিতে মানুষের অর্থনৈতিক পরিস্তিতি সংকটময়, কিন্তু ওই পরিবারের ছোট্ট ছোট্ট শিশুরা কি বোঝে!! কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের লড়াই ক্রমাগত জারি রয়েছে। তাই প্রতিবারের মতন এবছরেও ওই ছোট্ট ছোট্ট কচিকাচাদের মুখে এক ফোঁটা হাসি ফুটিয়ে তোলা এবং দুর্গা পূজার আনন্দ ওদের সাথে ভাগ করে নেওয়ার জন্যে, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্ঠা। আপনারা সকলে পাশে থাকবেন এই ভাবেই।

Leave a Reply