মলয় দে, নদীয়া: গত ২২ শে মার্চ থেকে ১০ই নভেম্বর পর্যন্ত ২৩৩ দিন লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিলো লোকাল দূরপাল্লার ট্রেন। সে সময়ে অনেক নিত্যযাত্রীর কাছেই ‘মান্থলি’ বা ‘সিজন’ টিকিট কাটা ছিল। যার মধ্যে অনেকেরই টিকিটের মেয়াদও বাকি ছিল। কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের টিকিট প্রায় বাতিল হয়ে পড়ে। ব্যাপারটা তাঁদের কাছে আর্থিক ক্ষতিই। নিত্যযাত্রীদের সেই ক্ষতিই এ বার পুষিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। লকডাউনের সময়ে মেয়াদ বাকি-থাকা মান্থলি টিকিটের মেয়াদ সমসংখ্যক দিনই বাড়িয়ে দেওয়া হবে জানাল রেল। লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর এটি।
লকডাউনের জেরে লোকাল ট্রেন বন্ধ হওয়ার সময়ে যে যাত্রীদের মান্থলি টিকিটের মেয়াদ যতদিন বাকি ছিল ঠিক ততদিনই বাড়িয়ে দেওয়া হবে। যাত্রীরা যে কাউন্টার থেকে ওই টিকিট কেটেছিলেন সেই কাউন্টারে গিয়েই এই মেয়াদ তাঁরা বাড়িয়ে নিতে পারবেন আজ থেকে। স্বভাবতই জেলার বিভিন্ন রেলওয়ে স্টেশনের মতন শান্তিপুর রেলওয়ে স্টেশনেও মান্থলি টিকিট এর মেয়াদ বৃদ্ধি এবং রিজার্ভেশন এর জন্য দুটি পৃথক কাউন্টারেই সকাল আটটা থেকেই দেখা গেলো যাত্রীদের আনাগোনা। রেলযাত্রী সমিতির পক্ষ থেকে নিখিল মজুমদার জানান পূর্বে ১৯ জোড়া ট্রেন চলতো শান্তিপুর শিয়ালদার মধ্যে বর্তমানে মাত্র ৭ জোড়া প্রাথমিকভাবে চালু হচ্ছে তাই সব অংশের সমান সুবিধা একই সাথে পাওয়া যাবে না। তবে ধীরে ধীরে তা স্বাভাবিক হবে। সবচেয়ে সমস্যা হয়েছে কলকাতা থেকে ভোর রাতের ট্রেনে মাছ বিভিন্ন আনাজ যারা নিয়ে শান্তিপুরে ফিরতেন সকাল সাতটার মধ্যে । এখন সাড়ে নটার আগে কোন ট্রেন ঢুকছে না ! তাই বিভিন্ন বাজার ধরতে পারছেন না তারা। এই সমস্যা নিয়ে আমরা রেল কর্তৃপক্ষেকে জানিয়েছি , আশা করি খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে।