উৎসবের মধ্য দিয়েও মৃৎশিল্পীদের ঘুরে দাঁড়ানোর লড়াই

Social

সোশ্যাল বার্তা : এখনও দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ । করোনা সংক্রমণের জেরে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে জারি করা হয়েছিল লক ডাউন। লকডাউনে ব্যবসায়ী,কৃষক, মঞ্চ শিল্পী থেকে মৃৎশিল্পী এছাড়াও দিন আনা দিন খাওয়া মানুষ বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য ভরসা বলতে সরকারের দেওয়া রেশনের চাল ও ছাত্র-ছাত্রীদের জন্য  মিড-ডে-মিলের চাল। কিন্তু এতেই বা পুরো পরিবারের কয়দিন চলে?

একে একে সব খুলতে শুরু করেছে। শারদীয়ার মাধ্যমে কিছু মানুষের রুজি-রোজগার শুরু হয়েছে । কয়েকটি দিন পরেই দীপাবলি। দীপাবলিতে বাড়িতে বাড়িতে দেখা যায় আলোর রোশনাই। অধিকাংশ বাড়িতে ব্যবহার হয় মাটির প্রদীপ। নদীয়া জেলার বিভিন্ন এলাকা রয়েছে যেখানে মৃৎশিল্পীরা বসবাস করেন। বেলপুকুর, সতীশনগর,কৃষ্ণনগর,শান্তিপুর সহ বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে মাটির প্রদীপ বানাতে।

কৃষ্ণনগরের ১নং ব্লকের সতীশনগর গ্রামের মৃৎশিল্পী বছর ষাঠের গৌর চন্দ্র পাল জানান করোনাকালীন পরিস্থিতিতে খুব কঠিন সময়ের মধ্যে কাটছে তবে প্রদীপ বানিয়ে চলছে সংসার না হলে খুব বিপদ হতো। এখনো পর্যন্ত ২০ হাজার প্রদীপ তৈরীর বরাত পেয়েছেন তিনি ।

করোনাকালীন পরিস্থিতিতে উৎসবকে কেন্দ্র করে মৃৎ শিল্পীরা ঘুরে দাঁড়াবেন ধীরে ধীরে এটাই মনে করছেন অনেকে।

Leave a Reply